Our Story আমাদের কথা

‘সংবেদ চন্দননগর’

এক পথ চলার নাম

‘সংবেদ চন্দননগর’ এর জন্ম পৃথিবীর বুকে নেমে আসা ভয়ংকর মারণ ভাইরাসে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারার মধ্য দিয়ে।

১৬৪ জন কোভিড আক্রান্ত মানুষের কাছে সংবেদীরা পৌঁছে দিতে পেরেছিল ডাক্তারি সাহায্য, অক্সিজেন,ওষুধ, খাবার ইত্যাদি। ১১৩ জনকে বাড়িতে রেখে চিকিৎসা করিয়ে সুস্থ করতে পারা গেছিল। ৫০ জনকে চিকিৎসা কেন্দ্রে রেখে সুস্থ করা গেছিল। ১ জনের ক্ষেত্রে সংবেদীরা হার স্বীকার করেছিল। সেই সময় ফটকগোড়া পূজা কমিটির সহযোগিতায় ১৪০০ মানুষের টিকাকরণের কাজ করা গেছে তিনটি ভ্যাকসিন ক্যাম্প করা হয়েছিল।

সেই সময় তথাকথিত ‘সুপার স্প্রেডার’ এলাকায় কোয়ারান্টাইন অবস্থায় নিরন্ন কাজহীন বন্দী মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দিতে গিয়ে দেখা গেল দু’বছর লকডাউনে বন্ধ থাকা স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা ভুলেই গেছে। একে চরম নিম্নবিত্ত এলাকায় দু’বেলা দু’মুঠোর যোগাড় করা ছিল সংকটময়। সেখানে পড়াশোনা বিলাসিতা। লকডাউন শিথিল হতেই সংবেদীরা ঐ এলাকার ছেলেমেয়েদের নিয়ে শুরু করল সংবেদ পাঠশালা । ৫৬ জন ছাত্র-ছাত্রী। সেখানেই গড়ে ওঠে সংবেদ লাইব্রেরী। তৈরি হয় সংবেদ মায়েদের পাঠশালা। মায়েদের নিয়ে গড়ে উঠছে স্বনির্ভরতার নানা কর্মকাণ্ড। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সংবেদ স্বল্পমূল্যে হোমিও চিকিৎসা কেন্দ্র চালাচ্ছে সংবেদীরা। ১০৩ টে নিম্নবিত্ত পরিবার নিয়ে গড়ে উঠছে এক বিকল্প নিজের পায়ে দাঁড়ানোর প্রকল্পনা।

ঐ ভয়াবহ কোভিড আক্রমণের সময় সংবেদীরা লক্ষ্য করেছিল শহর এলাকায় একা থাকা বয়স্ক মানুষদের অসহায় অবস্থা। ছেলেমেয়ে বা পরিজন দেশের অন্য প্রান্তে বা বিদেশে। এই একা থাকা বয়স্ক মানুষদের দেখাশোনা করার দায়িত্ব নিয়ে সংবেদীরা তৈরি করল Care the Elders। একা থাকা বয়স্ক মানুষদের সাথে যোগাযোগ করা, স্বাস্থ্য পরীক্ষা করা, তাদের সাথে কথা বলা, নিত্য প্রয়োজনীয় সাহায্য করে চলেছে সংবেদীরা সম্পূর্ণ বিনামূল্যে।

রক্তদান কর্মসূচি, চক্ষুদান কর্মসূচি ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে দেখা গেছে সংবেদীদের অকুতোভয় ঝাঁপিয়ে পড়তে। পরিবেশ রক্ষায় গড়েছে সংবেদ বৃক্ষ ব্ল্যাঙ্ক। এখনও পর্যন্ত গড়ে বছরে ১০০০ বৃক্ষ রোপনের কাজ করছে সংবেদীরা।

সংবেদ চন্দননগর এর কোনো দরজা নেই। নেই কোনো মানচিত্র। স্বেচ্ছায় সমাজকে কিছু ফিরিয়ে দেবার মন থাকলেই সে সংবেদী। সেই আমাদের সফর সঙ্গী। আপনিও সংবেদী হিসেবে সংবেদ চন্দননগর এর একজন। আসুন আরো দেরি হবার আগেই একটু সুবাতাস নিয়ে আসি।

সংবেদ

সংবেদ

সংবেদ